গ্রোথ/নিউজলেটার/২১

This page is a translated version of the page Growth/Newsletters/21 and the translation is 100% complete.

গ্রোথ দলের নিউজলেটার #২১

 

গ্রোথ দলের একবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!

নতুন প্রকল্প: ইতিবাচক প্রেরণা

 
অবদানের প্রভাব মডিউলের নমুনার নকশা পুনরায় করা হয়েছে যেন তা ইতিবাচক প্রেরণাকে অন্তর্ভুক্ত করতে পারে।
  • গ্রোথ দল ইতিবাচক প্রেরণা শীর্ষক নতুন একটি প্রকল্প চালু করেছে। আমরা নবাগতদের বোঝাতে চাই যে নিয়মিত উইকিপিডিয়ায় অবদান রাখতে ভালো লাগে এবং আমরা নতুন অবদানকারীদের ধরে রাখতে চাই।
  • আমরা আরবি, বাংলা, চেক ও ফরাসি উইকিপিডিয়া থেকে মন্তব্য চেয়েছিলাম। কেউ কেউ mediawiki.org-এও অংশ নিয়েছেন।
  • আমরা সম্প্রদায়ের সাথের আলোচনা থেকে পাওয়া মন্তব্যের সারসংক্ষেপ এবং কীভাবে সেই মন্তব্যের উপর ভিত্তি করব সামনে এগোব তা নথিবদ্ধ করেছি।
  • ইতিবাচক প্রেরণার প্রথম দিক হচ্ছে অবদানের প্রভাব মডিউলটিকে নতুনভাবে গড়ে তোলা। এখানে পরিসংখ্যান, লেখচিত্র, এবং অন্যান্য অবদানবিষয়ক তথ্য থাকবে। এই ভাবনার প্রতি সমর্থন সবচেয়ে বেশি পাওয়া গেছে এবং আমরা প্রাথমিকভাবে এই ভাবনা নিয়েই কাজ করতে চাই।
  • যেকোনো ভাষায় জানান আপনি এই প্রকল্প নিয়ে কী ভাবছেন

মেন্টরদের জন্য

আকার বর্ধিতকরণ

  • "একটি লিঙ্ক যুক্ত করুন" এখন আরো বেশি উইকিতে পাওয়া যাচ্ছেএকটি লিঙ্ক যুক্ত করুন বৈশিষ্ট্যটি আরো বিভিন্ন উইকিতে যুক্ত করা হয়েছে: কাতালান উইকিপিডিয়া, হিব্রু উইকিপিডিয়া, হিন্দি উইকিপিডিয়া, কোরীয় উইকিপিডিয়া, নরওয়েজীয় বোকমাল উইকিপিডিয়া, পর্তুগীজ উইকিপিডিয়া, সরল ইংরেজি উইকিপিডিয়া, সুয়েডীয় উইকিপিডিয়া, ইউক্রেনীয় উইকিপিডিয়া, আবখাজীয় উইকিপিডিয়া, অ্যাচাইনি উইকিপিডিয়া, আদেগে উইকিপিডিয়া, আফ্রিকান্স উইকিপিডিয়া, আকান উইকিপিডিয়া, Alemannisch Wikipedia, আমহারিক উইকিপিডিয়া, আর্গোনীয় উইকিপিডিয়া, প্রাচীন ইংরেজী উইকিপিডিয়া, সিরিয়াক উইকিপিডিয়া, মিশরীয় আরবি উইকিপিডিয়া, আস্তুরিয় উইকিপিডিয়া, Atikamekw Wikipedia, আভেরিক উইকিপিডিয়া, আয়মারা উইকিপিডিয়া, আজারবাইজানি উইকিপিডিয়া, দক্ষিণ আজারবাইজানি উইকিপিডিয়া। এটা আরো বিভিন্ন উইকিপিডিয়াতে এই সরঞ্জাম প্রয়োগ করার ধারাবাহিক উন্নয়নের অংশ। সম্প্রদায় নির্ধারণ করতে পারবে কীভাবে এই বৈশিষ্ট্যটি তাদের উইকিতে কাজ করবে
  • "একটি ছবি যুক্ত করুন" এখন আরো বেশি উইকিতে পাওয়া যাচ্ছেএকটি ছবি যুক্ত করুন বৈশিষ্ট্যটি আরো বিভিন্ন উইকিতে যুক্ত করা হয়েছে: গ্রিক উইকিপিডিয়া, ইন্দোনেশীয় উইকিপিডিয়া, পোলিশ উইকিপিডিয়া, চীনা উইকিপিডিয়া। সম্প্রদায় নির্ধারণ করতে পারবে কীভাবে এই বৈশিষ্ট্যটি তাদের উইকিতে কাজ করবে[১]

পরামর্শকৃত সম্পাদনা

  • বিষয় নির্ধারণ ― আমরা বিশেষ:নীড়পাতায় একটি "সকল বিষয়" ছাঁকুনি যুক্ত করেছি। এর মাধ্যমে নবাগতরা খুব সুনির্দিষ্ট বিষয় নির্ধারণ করতে পারবেন ("যোগাযোগ" এবং "এশিয়া") বা আরো বৃহত্তর পরিধির বিষয় নির্ধারণ করতে পারবেন ("যোগাযোগ" অথবা "এশিয়া")। বর্তমানে এই বৈশিষ্ট্য পাইলট উইকিতে পরীক্ষিত হচ্ছে।
  • একটি লিঙ্ক যুক্ত করুনের পরিবর্তনআমরা বেশকিছু উন্নয়ন করেছি যা উপাত্ত বিশ্লেষণ এবং সম্প্রদায়ের আলোচনার ভিত্তিতে হয়েছে। এটা দ্রুতই সকল উইকিতে চালু করা হবে।
    • অ্যালগোরিদমের মানোন্নয়ন ― এই অ্যালগোরিদম বর্তমানে নামের প্রথমাংশ এবং যেসকল অনুচ্ছেদে সাধারণভাবে উইকিসংযোগ থাকে না, সেগুলো নিয়ে পরামর্শ দেবে না। একই সাথে এটা প্রতিটি নিবন্ধে মাত্র তিনটা লিঙ্ক পরামর্শ নির্ধারণ করে দিয়েছে (প্রতিটি নিবন্ধের জন্য সর্বোচ্চ সম্ভাবনাবিশিষ্ট নিবন্ধের পরামর্শ দেয়া হবে)।
    • ব্যবহারকারী অভিজ্ঞতার মানোন্নয়ন ― যখন একজন ব্যবহারকারী পরিবর্তন করার আগে পরামর্শ মোড থেকে সরে সান, তখন আমরা একটি নিশ্চিতকরণ বার্তা যুক্ত করেছি। আমরা সম্পাদনা-পরবর্তী বার্তার অভিজ্ঞতারও মানোন্নয়ন করেছি এবং নবাগতদের সম্পাদনা-পরবর্তী বার্তা থেকে কাজের পরামর্শ বাছাই করার সুযোগ প্রদান করেছি।
    • সম্প্রদায় কনফিগারেশন ― আমরা সম্প্রদায়কে Special:EditGrowthConfig এর মাধ্যমে প্রতিটি নিবন্ধের জন্য সর্বোচ্চ সংখ্যক লিঙ্কের মাত্রা বেঁধে দেয়ার ক্ষমতা প্রদান করেছি।
    • একটি লিঙ্ক যুক্ত করুন বৈশিষ্ট্যের ভবিষ্যৎ পরিবর্তন ― আমরা কম লিঙ্কবিশিষ্ট নিবন্ধের পরামর্শ সর্বোচ্চ গুরুত্বসহকারে প্রদান করব। [২]
  • পরামর্শকৃত সম্পাদনা পরীক্ষণ ― আরবি, স্পেনীয়, এবং রুশ উইকিপিডিয়ার কয়েকজন ব্যবহারকারী আমাদের জানিয়েছেন যে "একটি লিঙ্ক যুক্ত করুন" এবং "একটি ছবি যুক্ত করুন" সম্পাদনাসমূহ পরীক্ষণ করাটা কঠিন হতে পারে। আমরা এই ব্যাপারটি সমাধান করার সম্ভাব্য উপায় নিয়ে ভাবছি। আমরা ইতিমধ্যে কিছু ভাবনা নিয়ে কাজ এগিয়ে নিয়েছি, এবং চ্যালেঞ্জ মোকাবোলার জন্য কাজ করছি। এই কাজগুলো পর্যালোচনাকালে আপনার যদি কোনো চিন্তা এসে থাকে যা কাজকে বাধাগ্রস্থ করতে পারে বা কীভাবে এই কাজগুলো আরো ভালো করে তোলা যায়, অনুগ্রহ করে যেকোনো ভাষায় আমাদের জানান

সম্প্রদায় কনফিগারেশন

সম্প্রদায় Special:EditGrowthConfig ব্যবহারের মাধ্যমে ঠিক করতে পারবে কীভাবে বৈশিষ্ট্যসমূহ কাজ করবে।

  • সম্প্রদায় ঠিক করে দিতে পারবে, একজন নবাগত মোট কয়টি "একটি ছবি যুক্ত করুন" বৈশিষ্ট্যের পরামর্শকৃত সম্পাদনা করতে পারবেন। [৩]
  • ভবিষ্যৎ পরিবর্তন: সম্প্রদায়কে Special:EditGrowthConfig ব্যবহারের মাধ্যমে "একটি লিঙ্ক যুক করুন" বৈশিষ্ট্যের মাননিয়ন্ত্রণকারী দরজার সংখ্যা সহজে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দেয়া হবে। [৪]

গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বটমতামত দিনসাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন