গ্রোথ/নিউজলেটার/২৪

This page is a translated version of the page Growth/Newsletters/24 and the translation is 100% complete.

গ্রোথ দলের নিউজলেটার #২৪

 

গ্রোথ দলের চতুর্বিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!

নবাগতদের অভিজ্ঞতাভিত্তিক প্রকল্প

গ্রোথ দল ফাউন্ডেশনের অন্য দলের সাথে একত্রীত হয়ে অ্যাকাউন্ট তৈরি এবং নতুনদের ধরে রাখা নিয়ে একাধিক পরীক্ষণ পরিচালনা করছে। এরকম চারটি পরীক্ষণের ফলাফল বর্তমানে পাওয়া যাচ্ছে:

নবাগতদের কাজ

  • একাধিক সম্প্রদায় কম লিঙ্ক বিশিষ্ট নিবন্ধের পরামর্শ শুরুতে দেয়ার" জন্য "একটি লিঙ্ক যুক্ত করুন"-এর উন্নয়নের পরামর্শ দিয়েছে। আমরা গ্রোথের পাইলট উইকিতে এই প্রকল্প চালু করেছি। আমরা আরো উইকিতে এটি চালুর পূর্বে তথ্য পর্যালোচনা এবং মতামত সংগ্রহ করব। [১]
  • সকল উইকিপিডিয়ায় "একটি লিঙ্ক যুক্ত করুন" চালু হওয়ার কাজ এখনো প্রক্রিয়াধীন আছে। পরামর্শকৃত লিঙ্কগুলো একটি পূর্বাভাস দিতে সক্ষম এমন মডেল ব্যবহার করে, যার প্রশিক্ষণের ভিত্তিতে কাজ করে। সকল মডেল প্রশিক্ষণের পরে আবারও এটি চালু করার প্রক্রিয়া গতি পাবে। [২]

মেন্টরশিপ

  • যখন কেউ মেন্টর হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চাইবেন, তারা এখন জানতে পারবেন যে উল্লেখিত মানদণ্ডে তারা উত্তীর্ণ কীনা। [৩]
  • কর্মশালার আয়োজকগণ আমাদেরকে বলেছেন যেন কর্মশালার অংশগ্রহণকারীদের তাদের সাথে যুক্ত করিয়ে দেয়া হয়। তারা শীঘ্রই একটি পৃথক ইউআরএল প্যারামিটার ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে কর্মশালার আয়োজকগণ কর্মশালার পরেও অংশগ্রহণকারীদের মেন্টর হিসেবে কাজ করে যেতে পারবেন। ফেব্রুয়ারিতে এটি চালু হবে। [৪]
  • আপনি কি নতুন অবদানকারীদের সহায়তা করার জন্য মেন্টর হিসেবে নিজের নাম যোগ করতে আগ্রহী?
    • Special:MentorDashboard পাতায় গিয়ে মেন্টর হওয়ার শর্তাবলী দেখে নিজের নাম যোগ করুন।
    • আপনার উইকি যদি মেন্টরশিপ এখনো চালু না করে থাকে, তবে চালু করার কথা ভেবে দেখুন। প্রয়োজনে গ্রোথ দল প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা করবে। সহায়তার জন্য Trizek (WMF)-এ বার্তা দিন।

অন্যান্য সংবাদ

  • Special:SpecialPages-এ গ্রোথ পরীক্ষণ এখন তাদের নিজস্ব অংশ পেয়েছে। [৫]
  • এই নিউজলেটার একটি নতুন প্রকাশনার সময়সীমা পেতে যাচ্ছে, বছরে ৬বার: জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, এবং নভেম্বর।

অনুবাদ

  • নিউজলেটার অনুবাদ: আমরা নিউজলেটার অনুবাদের জন্য অনুবাদক খুঁজছি। আপনি যদি আগ্রহী হোন এবং প্রয়োজনীয় ইংরেজির দক্ষতা থাকে, তবে অনুগ্রহ করে আপনার নাম এই তালিকায় যুক্ত করুন। আপনার আলাপ পাতায় নিউজলেটার তৈরি হওয়া মাত্র আমন্ত্রণবার্তা পাঠানো হবে।
  • ইন্টারফেস অনুবাদ: আপনি ইন্টারফেস অনুবাদের মাধ্যমেও সহায়তা করতে পারেন, বা অনুবাদ পর্যালোচনা করে সেগুলো আরো অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারেন। ইন্টারফেস অনুবাদ বর্তমানে ট্রান্সলেটউইকি.নেট ওয়েবসাইটে রয়েছে।

গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বটমতামত দিনসাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।• অনুবাদে সহায়তা করুন