গ্রোথ/নিউজলেটার/২৩

This page is a translated version of the page Growth/Newsletters/23 and the translation is 100% complete.

গ্রোথ দলের নিউজলেটার #২৩

 

গ্রোথ দলের ত্রয়োবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!

এক নজরে

 
ইতিবাচক প্রেরণা মডিউলের উন্নত সংস্করণের স্ক্রিনশট।

ইতিবাচক প্রেরণা: অবদানের প্রভাবের উন্নত মডিউল পরীক্ষণের জন্য

গ্রোথ দলের উদ্দেশ্য হচ্ছে নবাগতদেরকে তাদের প্রথম সম্পাদনা করতে সহায়তা করা এবং উৎসাহিত করা। নবাগতদের সম্পাদনা কতটা অবদান রাখছে তা জানানোর মাধ্যমে আমরা নবাগতদের প্রেরণা বাড়াতে চাই।

নবাগতরা একটি অবদানের মডিউল দেখতে পাবেন; আপনি বিশেষ:প্রভাব-এ গিয়ে আপনারটা দেখতে পারবেন। এই উন্নত অবদানের মডিউল নবাগতদের তাদের প্রভাব সম্পর্কে আরো তথ্য দেবে। এই এটা সম্পাদনার সংখ্যা, প্রাপ্ত ধন্যবাদ সংখ্যা, তাদের করা শেষ সম্পাদনার তারিখ, বিরতিহীন সম্পাদনা করার দিন, এবং সম্পাদিত নিবন্ধ পরিদর্শন সংখ্যা।

ডিসেম্বরের ১ তারিখ থেকে আমাদের পাইলট উইকিতে এই মডিউল চালু হবে। আপনি বেটা উইকিপিডিয়াতে এই মডিউল পরীক্ষা করতে পারবেন। নিরাপত্তার কারণে বেটা উইকিতে আপনার নিয়মিত অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ব্যবহার করবেন না। ভিন্ন পাসওয়ার্ডসহ এই উইকিতে একটি নতুন, নির্দিষ্ট অ্যাকাউন্ট তৈরি করুন।

কাঠামোবদ্ধ কাজ: নিরীক্ষকগণের মতামতের ভিত্তিতে করা উন্নতি

কাঠামোবদ্ধ কাজ চালুর পর থেকে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মতামত পেয়েছি। তারা জানিয়েছে কীভাবে সাম্প্রতিক পরিবর্তনে পরীক্ষা করা প্রয়োজন এমন সম্পাদনার সংখ্যাবৃদ্ধিতে নিরীক্ষকগণের কাজের চাপ বেড়েছে এবং কিছু সম্পাদনার মান বা প্রাসঙ্গিকতাও ভালো হচ্ছে না।

আমরা গৃহীত মতামতের ভিত্তিতে কিছু পরিবর্তন এনেছি। যা যা ঠিক করা হয়েছে:

  • নিরীক্ষকদের ক্লান্তি 
    • স্বয়ংক্রিয়ভাবে নবাগতদের প্রতিদিন মোট ২৫টি "একটি লিঙ্ক যুক্ত করুন" এবং ২৫টি "একটি ছবি যুক্ত করুন" কাজ করতে পারেন। যদি নিরীক্ষকগণ ক্লান্ত হয়ে যান, তবে সম্প্রদায় বিশেষ:গ্রোথ_কনফিগারেশন_সম্পাদনা-তে গিয়ে এই সীমা কমিয়ে দিতে পারেন।
  • সম্পাদনার মান: "মানসম্মত সম্পাদনা" কোনো সঠিকভাবে সংজ্ঞায়িত বিষয় না। আমরা একটি আলোচনা চালু করেছি এবং আমাদের প্রাপ্ত দিকগুলোর সারসংক্ষেপ তুলে ধরেছি। আমরা নিম্নোক্ত বিষয় নিয়ে কাজ করেছি:
    • একটি লিঙ্ক যুক্ত করুন
      • কম লিঙ্কবিশিষ্ট নিবন্ধগুলোর প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে, তাই নবাগতরা ইতিমধ্যে অনেক লিঙ্ক আছে এমন নিবন্ধে লিঙ্ক যুক্ত করবেন এর সম্ভাবনা কম।
      • কনফিডেন্স স্কোর বাড়ানো হয়েছে, এর ফলে পরামর্শগুলো আরো সঠিকতর হবে।
      • প্রতি নিবন্ধে স্বয়ংক্রিয়ভাবে পরামর্শকৃত লিঙ্কের সংখ্যা কমিয়ে ৩ করা হয়েছে। বিশেষ:গ্রোথ_কনফিগারেশন_সম্পাদনা-তে গিয়ে এর পরিবর্তন করা যাবে। সম্প্রদায় চাইলে নির্দিষ্ট টেমপ্লেট বা বিষয়শ্রেণী পরামর্শের তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারবেন।
    • একটি ছবি যুক্ত করুন
      • তালিকা নিবন্ধগুলো আর "একটি ছবি যুক্ত করুন" পরামর্শ পাবে না।
      • দ্ব্যর্থতানিরসনকারী পাতাগুলোও আর "একটি ছবি যুক্ত করুন" পরামর্শ পাবে না।
      • আমরা ২০২৩-এর শুরুর দিকে "একটি লিঙ্ক যুক্ত করুন" বৈশিষ্ট্যটিকে আরো উন্নত করে তুলব। [১]

ইতিবাচক প্রেরণা প্রকল্পটি ইতিমধ্যে নবাগতদের অধিক গুরুত্ববিশিষ্ট সম্পাদনার প্রতি উৎসাহিত করে তুলবে। গ্রোথ দল "উচ্চতর ধাপে গমন" কৌশল নিয়ে শীঘ্রই কাজ করবে। এর মাধ্যমে সহজ থেকে অধিকতর কঠিন কাজের দিকে তারা যেতে পারবেন।

সাম্প্রতিক পরিবর্তন

  • সকল উইকিপিডিয়ায় এখন একই প্রারম্ভিক অভিজ্ঞতা বিদ্যমান। আগে কিছু উইকির নতুন অ্যাকাউন্টের ২০% গ্রোথ বৈশিষ্ট্য পেত না। এই ২০% নতুন অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ দল হিসেবে ব্যবহৃত হতো যেন নবাগতদের আচরণ গ্রোথ বৈশিষ্ট্য আসলেই পরিবর্তন করতে পারছে কীনা তা জানা যায়। পরীক্ষা করে দেখা গেছে যে গ্রোথ বৈশিষ্ট্য সক্রিয়তা এবং ফিরে আসার হার বাড়ায় এবং আমরা এই প্রারম্ভিক অভিজ্ঞতা সকল উইকিপিডিয়ায় দিতে চেয়েছি। আমরা তাই নিয়ন্ত্রণ দল সরিয়ে নিয়েছি। নতুন বৈশিষ্ট্য চালুর ক্ষেত্রে আবারও নিয়ন্ত্রণ দলের প্রয়োজন পড়বে। জার্মান উইকিপিডিয়া তাদের অনুরোধের প্রেক্ষিতে একটি নিয়ন্ত্রণ দল রাখছে। [২]
  • "একটি লিঙ্ক যুক্ত করুন" পরামর্শের মানের নম্বর তথা কোয়ালিটি স্কোর পরিবর্তিত হচ্ছে। আমরা প্রতি নিবন্ধের জন্য কম লিঙ্কের পরামর্শ দেব, তবে পরামর্শগুলো আরো সঠিক হবে। আমরা প্রথমে পাইলট উইকিতে চালু করব, এবং ধীরে ধীরে এই বৈশিষ্ট্য আছে এমন বাকি সব উইকিতেও চালু করব। [৩][৪]
  • গ্রোথ বৈশিষ্ট্যের প্রাজিপ্র হালনাগাদ ও বিস্তৃত হয়েছে। এই পাতায় গ্রোথ বৈশিষ্ট্যের সকল তথ্যের কেন্দ্রীয় ভাণ্ডার রয়েছে। আমরা আপনাকে এটা পড়তে, এবং সম্ভব হলে অনুবাদ করার আমন্ত্রণ জানাচ্ছি।

মেন্টরদের জন্য সংবাদ

  • সকল উইকিপিডিয়া বর্তমানে মেন্টরশিপ প্রোগ্রাম চালু ও নিয়ন্ত্রণ করতে পারেব আরো সহজভাবে
    • আমরা প্রক্রিয়া পরিবর্তন করে আরো নির্ভরযোগ্য, মানোন্নয়ন উপযোগী, এবং সহজে ব্যবহারযোগ্য করে তুলেছি।
    • যেসকল উইকিপিডিয়াতে এখনো মেন্টরশিপ চালু হয়নি, তারা নতুন প্রক্রিয়া অনুসরণ করে মেন্টরশিপ চালু করতে পারবেন। চালুর পরে মেন্টরগণ Special:MentorDashboard-এ গিয়ে নিজের নাম যুক্ত করতে পারবেন।
    • যেসকল উইকিপিডিয়াতে আগেই মেন্টরের তালিকা ছিল, তারা নতুন পদ্ধতিতে পরিবর্তিত হয়ে গেছে।
    • একটি নতুন বিশেষ পাতা — Special:ManageMentors — বর্তমানে সকল মেন্টরের তালিকা প্রদর্শন করছে। এই পাতাটিকে অন্য পাতায় অন্তর্ভুক্ত করিয়ে নেয়া সম্ভব। মেন্টর হিসেবে যুক্ত হোন বা মেন্টরশিপ ত্যাগ করুন-এর জন্যও নতুন পদ্ধতি চালু আছে। আমরা সম্প্রদায়ের মেন্টরশিপ ব্যবস্থাপনা উন্নত করেছি।
  • মেন্টর ড্যাশবোর্ডের "আপনার পরামর্শগ্রহীতা" মডিউলে একটি নতুন ফুটার বর্তমানে দেখা যাবে, যেখানে "আপনার পরামর্শগ্রহীতাদের করা সাম্প্রতিক পরিবর্তন"-এ সাম্প্রতিক পরিবর্তনে যাওয়ার লিঙ্ক থাকবে। এর মাধ্যমে মেন্টরগণ কেবলমাত্র তাদের পরামর্শগ্রহীতাদের সম্পাদনাই দেখতে পারবেন। [৫]

প্রয়োগ

নিউজলেটারের মানোন্নয়ন

আমরা আরো নিয়মিত, প্রতি দুই মাসের মধ্যে একটি নিউজলেটার প্রকাশ করতে চাই। আমরা জানতে চাই বর্তমান ফরমেট আপনার পছন্দ হয়েছে কীনা! জানান, আপনি কী পছন্দ করেন, কী কম পছন্দ করেন, বা কোথায় উন্নয়ন করা যায়। আপনার পছন্দসই ভাষায় মতামত দিন

গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বটমতামত দিনসাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন