সাহায্যঃOAuth
বিঃদ্রঃ যখন আপনি এই পাতা সম্পাদনা করছেন, তখন আপনি আপনার অবদান সিসি০’র অধীনে প্রকাশ করার সম্মতি দিচ্ছেন। আরও তথ্যের জন্য পাবলিক ডোমেইন সাহায্য পাতা দেখুন। |
"OAuth" বলতে বোঝায় বাইরের application গুলি কে আপনার পক্ষ থেকে সম্পাদনা ও অন্যান্য কাজ করার অনুমতি প্রদান করা।
কিভাবে উইকিমিডিয়া উইকিসমূহে OAuth ব্যবহার করতে হবে তার একটি উদাহরণ এই ছবি এডিটিং সহায়তাকারী CropTool।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
যদি আপনার প্রশ্নের উত্তর এখানে না থাকে তাহলে অনায়াসে আলাপ পাতায় প্রশ্ন রাখুন। কেউ না কেউ অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন।
OAuth কি সুরক্ষিত?
হ্যাঁ, তৃতীয় পক্ষের কর্তৃত্বের জন্য সুরক্ষিত পদ্ধতিতে OAuth প্রটোকলকে তৈরী করা হয়েছে।
প্রথমত OAuth তৃতীয় পক্ষের ওয়েবসাইটকে আপনার একাউন্টে আপনার পাসওয়ার্ড ব্যতীত প্রবেশ করতে দেয়। এপ্লিকেশান আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে যদি এবং কেবল যদি আপনি এটা করার অনুমতি দেন এবং আপনি অনুমতি প্রত্যাহার করার সাথে সাথে এপ্লিকেশান আপনার পক্ষে আর কোন পদক্ষেপ নিতে পারবে না।
Secondly, each third-party website you authorize is allowed to take only the specific actions you authorized it to. This means that, for example, if you are an administrator, and you authorize an application that asks only for "Basic rights", if the application tries to delete a page (which requires admin rights) then that wiki will reject the request. Previously, if an application had your password, you were relying on the assurances of the author of the application that it would not use your advanced rights.
এটা এখন আমার উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে?
অথোরাইজেশান ছাড়া এপ্লিকেশান আপনার পক্ষে কোন পদক্ষেপ নিতে পারবে না, তাই আপনি যতক্ষন না OAuth ব্যবহার করা এপ্লিকেশান ব্যবহারের সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষন পর্যন্ত কোন প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন না।
আমি কিভাবে আমার একাউন্টের সাথে একটি এপ্লিকেশানকে যুক্ত করবো?
যদি কোনো এপ্লিকেশন আপনার হয়ে OAuth ব্যবহার করতে চায়, তবে তা করবার জন্য আপনার সেটিকে অনুমোদন দিতে হবে। আপনার অনুমোদন ছাড়া এপ্লিকেশন আপনার প্রতিনিধিত্ব করে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।
When an application asks you to authorize it, you will be presented with a dialog that tells you what rights the application has asked for (see image on the right). If you click "Cancel", the authorization process is declined. If you click "Allow", the application will be authorized to take the actions listed in the dialog. The authorization will remain in effect until you revoke it.
Special:OAuthListConsumers এ বর্তমানে অনুমোদিত এপ্লিকেশানসমূহের তালিকা।
আমি কিভাবে দেখবো আমার একাউন্টে কি কি এপ্লিকেশান যুক্ত আছে?
The page Special:OAuthManageMyGrants (which is also accessible from the "User profile" tab in your preferences) lists all the applications you have authorized to access your account. From this page, you can also adjust and revoke grants.
আমি কিভাবে কোন এপ্লিকেশানের আমার একাউন্টে প্রবেশের সুবিধা প্রত্যাহার করবো?
Go to Special:OAuthManageMyGrants, find the application you want to remove access for, and click "revoke access". Then, on the page that opens, click the "Deauthorize" button.
Once an application is deauthorized, it will no longer be able to access your account or take any actions on your behalf. You will have to go through that application's authorization process again in order for it to access your account.
The management interface is global—it will show the same applications, no matter which Wikimedia wiki you are on.
আমি কিভাবে আমার একাউন্টের একটি এপ্লিকেশান কি কি পদক্ষেপ নিতে পারবে তা পরিবর্তন করবো?
Go to Special:OAuthManageMyGrants, find the application you want to modify the permissions for, and click "manage access". From here you can revoke any individual permissions, excluding "Basic rights", which are the minimal rights required by all connected applications to function.
OAuth কিভাবে কাজ করে আমি কি তা উদাহরনসহ দেখতে পারি?
ব্রাড জর্শ্ছ OAuth কিভাবে কাজ করে তার উদাহরণ রেখেছেন "OAuth Hello World!" নামে। এটা দেখতে এখানে যানঃ https://tools.wmflabs.org/oauth-hello-world/.
আমি কিভাবে OAuthকে নিজের application মধ্যে ব্যবহার করবো?
Please see the developer documentation.