দিদি, আপনি নিশ্চয়ই অবগত যে বাংলা উইকির সিংহভাগ অবদানকারী হলেন মোবাইল ব্যবহারকারী।
মাসখানেক আগে, অনুচ্ছেদ অনুবাদ চালুর পর, মোবাইলে পূর্বের বিষয়বস্তু অনুবাদের অংশটা হারিয়ে গিয়েছে (এখন ডেক্সটপ থেকে বিষয়বস্তু অনুবাদে গেলে যেই রকম আসে, ওটাই অনুচ্ছেদ অনুবাদ চালুর আগে মোবাইলে চালু ছিল)।
অনুচ্ছেদ অনুবাদ চালুর পর, অনেক ব্যবহারকারী ফেসবুকের মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন তারা কিভাবে পূর্বের অংশটা ফেরত পেতে পারেন। আমি তখন পরামর্শ দেই ইউআরএল থেকে m. বাদ দিতে কিংবা ব্রাউজারকে ডেক্সটপ মুডে যেতে জোর করুন ক্লিক করতে। অনেকে আবার https://en.m.wikipedia.org/w/index.php?title=Special%3AContentTranslation লিঙ্কে যেয়ে ভাষা পরিবর্তন করে অনুবাদ করে (মানে ইংরেজি উইকির বিষয়বস্তু অনুবাদে থেকে বাংলা উইকির জন্য অনুবাদ করে)।
অনুচ্ছেদ অনুবাদের সাথে যদি পূর্বের অংশটাও থাকত তবে মনে হয় ভালো হত। দুটোই একত্রে থাকল, যার ইচ্ছে হয় সে মোবাইলের উপযোগী অনুচ্ছেদ অনুবাদ ব্যবহার করল, আর যার ইচ্ছে হয় সে পূর্বের অংশটা ব্যবহার করে একদম গোড়া থেকে নিবন্ধ অনুবাদ করল।
সম্পাদনা: খুব সম্ভবত https://phabricator.wikimedia.org/T270691 এর কারণে এখন আসছে না। আর আগে যে কাজ করত তাও না আসলে, হত কি যে উপরের ইংরেজি উইকির লিঙ্কে ক্লিক করলে এখন যে রকম আসে, আগে তা বাংলা উইকিতে মোবাইলেই আসত (যেটা এখন কেবল ডেক্সটপ মুডে আসে), তারপর মোবাইলে কেউ ওটা ব্যবহার করে সম্পূর্ণ নতুন নিবন্ধ অনুবাদ করা শুরু করলে তাকে অনুবাদের জন্য ডেক্সটপ মুডে নিয়ে যাওয়া হত। অনুচ্ছেদ অনুবাদ চালুর পর, এই কার্যপদ্ধতি হারিয়ে গিয়েছে মূলত। মোবাইলে অনুচ্ছেদ অনুবাদের পাশাপাশি পূর্বের এই ড্যাশবোর্ডটা অনেকে ফিরে পেতে চাচ্ছে, যেন তারা ওটা ব্যবহার করে আগের মত গোড়া থেকে নতুন নিবন্ধ অনুবাদ করতে পারে।