এইচএইচভিএম সম্পর্কে বিস্তারিত

This page is a translated version of the page HHVM/About and the translation is 61% complete.

এইচএইচভিএম (হিপহপ ভার্চুয়াল মেশিন নামেও পরিচিত) পিএইচপি'র জন্য একটি ভার্চুয়াল মেশিন যা জাস্ট-ইন-টাইম (জেআইটি) সংকলেনের সঙ্গে যুক্ত। এইচএইচভিএম মিডিয়াউইকিতে বেশ কাজ করে যা বেশিরভাগ ব্যবহারকারীদের জন্যই উপকারী।

HHVM was fully deployed to all wikis on 2014-11-25.[১] আপনি অনুমোদনের বিষয়টিও আপনার উইকিতে Special:Version ঠিকানায় গিয়ে দেখতে পারেন এবং দেখতে পারেন সেটি ইনস্টল সফটওয়্যার টেবিলে পিএইচপির পরিবর্তে এইচএইচভিএম দেখাচ্ছে।

আমাদের প্রাথমিক বেঞ্চমার্ক[২] অনুযায়ী পিএইচপি'র এন্টারপ্রিটারের চেয়ে এইচএইচভিএম তুলনামূলক দ্রুতগতির সেবা দিতে সক্ষম।

এফএকিউ

  • What does HHVM do?
    HHVM should decrease the loading time for:
    • Any page you view while logged in.
    • Saving pages that you've edited, whether you are logged in or not.
  • Why are some edits tagged?
    Initially, HHVM was an optional beta feature available only to users who requested it. Now it is universal for all users. The tags were hidden from the default view on November 10, 2014.
  • কেন গ্যাজেট দিয়ে সম্পাদনা করা হবে যেখানে এইচএইচভিএম আছে?
    বেশির ভাগ গ্যাজেটই সম্পাদনার জন্য এপিআই ব্যবহার করে যা বর্তমানে পরীক্ষামূলক সংস্করণে সমর্থন করে না।
  • এইচএইচভিএমের গুরুত্বপূর্ণ জানার বিষয় কোনটি?
    এইচএইচভিএম যুক্ত সব ধরনের বাগ "hhvm" কীওয়ার্ড দিয়ে ট্যাগ অবস্থায় থাকবে ফ্যাব্রিকেটর থাকবে, তাই আপনি সহজে saved search ব্যবহার করে সকল বাগ দেখতে পাবেন।
  • এইচএইচভিএম সম্পর্কিত কোন সমস্যার কথা আমি কোথায় জানাবো?
    আপনি যদি বাগজিলা'র ব্যবহার করেন এবং এটি সম্পর্কে জানেন তাহলে "hhvm" কীওয়ার্ড দিয়ে রিপোর্ট করতে পারেন। এছাড়া যদি আইআরসি ব্যবহার করেন তাহলে #wikimedia-tech ব্যবহার করে রিপোর্ট করতে পারেন। অথবা টক পেজে সমস্যার কথা জানিয়ে রাখতে পারেন।

আরো দেখুন

  • মূল প্রকল্প পাতা: HHVM
  • উইকিপিডিয়ায় এ সংক্রান্ত তথ্য - HHVM