Topic on User talk:Runab WMF/Flow

অনুবাদ হালনাগাদ হচ্ছে না

7
আফতাবুজ্জামান (talkcontribs)

প্রায় চার মাস আগে https://translatewiki.net/wiki/Wikimedia:Uls-uls-search-placeholder/bn সংশোধন করেছিলাম, সংশোধনটি এখানেও এসেছে কিন্তু সংশোধনটি এখনো উইকিতে আসছে না। একটু দেখবেন কী কি কারণে এখনো উইকিতে সংশোধিত অনুবাদটি আসছে না?

বাংলা উইকি নতুন ভেক্টর ব্যবহার করে। নতুন ভেক্টরে, ভাষা আইকনে ক্লিক করলে যে ডায়ালগ আসে, তাতে "একটি ভাষার জন্য অনুসন্ধান করুন"-এর শেষের শব্দটি কেটে যাচ্ছে দেখে (স্ক্রিনশট), অনুবাদ সংশোধন করে অনুবাদ ছোট করেছিলাম।

Runab WMF (talkcontribs)

সুপ্রভাত! চার মাস ধরে না দেখালে সত্যিই এটা একটু অদ্ভুত। জিজ্ঞাসা করে একটু পরে এখানে আবার জানাচ্ছি।

Runab WMF (talkcontribs)

@আফতাবুজ্জামান এটা আমরা পরীক্ষা করেছি। আপনি সব ঠিক অনুবাদ করেছেন। এটা গেরিট-এ আরেক জায়গায় আপডেট করার প্রয়োজন যা হয়নি। আমার সহযোগী অভিজিৎ এটা করবেন এবং আগামী সপ্তাহে এটা উইকিতে দেখা যাওয়া উচিত। আমরাও নজর রাখব যাতে এটা ঠিক করে সংশোধিত হয়। জানানোর জন্য অনেক ধন্যবাদ।

Runab WMF (talkcontribs)

@আফতাবুজ্জামান এটা এখন কাজ করা উচিত। সুবিধামত একবার যাচাই করে জানিয়ে দেবেন সব ঠিক দেখা যাচ্ছে কি না।

আফতাবুজ্জামান (talkcontribs)

আমি টেস্ট উইকিতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। বাংলা উইকি সফটওয়্যার হালনাগাদ পাওয়ার তৃতীয় গ্রুপে। এই কারণে সম্ভবত বাংলা উইকিতে এখনো আসেনি।

আফতাবুজ্জামান (talkcontribs)

আজ চলে এসেছে। ধন্যবাদ আপনাকে ও অভিজিৎকে।

Runab WMF (talkcontribs)
Reply to "অনুবাদ হালনাগাদ হচ্ছে না"